নিজস্ব সংবাদদাতাঃ মৌচাকেই বন্দি থাকতে হবে মৌমাছিদের। সম্প্রতি মধুকরদের এক প্রাণঘাতী ভাইরাসের হাত থেকে বাঁচাতে অস্ট্রেলিয়ার প্রশাসন এই ঘোষণা করেছে। রোগ যাতে না বাড়ে, তাই কোয়ারেনটাইন জোন বানিয়ে রোগগ্রস্ত কয়েক লক্ষ মৌমাছিদের আলাদা করা হয়েছে। লাগাম টানা হয়েছে কাছাকাছি এলাকার মৌমাছি চাষের কেন্দ্রগুলিতেও।
ঠিক যেমন করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণা করে ঘরবন্দি করা হয়েছিল মানুষকে। নিয়ম যাতে মানা হয়, তার জন্য পুলিশও মোতায়েন করা হয়েছিল। অস্ট্রেলিয়ায় অবশ্য এই দায়িত্ব দেওযা হয়েছে বি-কিপারদের। অর্থাৎ যাঁরা মৌমাছির চাষ করেন এবং তাদের দেখভাল করেন।