শেষ বেলাতেও শিক্ষকদের পাশে থাকার আশ্বাস প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যানের!

author-image
Harmeet
New Update
শেষ বেলাতেও শিক্ষকদের পাশে থাকার আশ্বাস প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যানের!

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : শেষ বেলাতেও শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে গেলেন চন্দ্রকোনা রোড জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তথা পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষোই।২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে ২১ টি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পরিবর্তন করা হয়। যেখানে স্থায়ী চেয়ারম্যান ছিল না, সেখানে স্থায়ী চেয়ারম্যান নিয়োগ করা হয়। সেই নির্দেশ অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিসেবে ২১ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেছিলেন কৃষ্ণেন্দু বিষোই















তার ৯ মাস পর রাজ্যে শিক্ষা দফতরের নির্দেশে কৃষ্ণেন্দু বিষোইকে পশ্চিম মেদিনীপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান থেকে সরিয়ে দেওয়া হয়। এ বিষয়ে তিনি বলেন যে এটা রুটিন মাফিক পরিবর্তন। এটা কোন রাজনীতির ব্যাপার নয়।সিবিআই প্রসঙ্গে সাংবাদিকদের জানান, 'যারা দোষ করেছে তাদের ভয় থাকলে আমি সঠিক কাজ করেছি। তাই এসব নিয়ে আমি ভাবি না।'পাশাপাশি মেদিনীপুরের বিধায়িক জুন মালিয়ার সঙ্গে মনোমালিন্যের বিষয়টিও তিনি উড়িয়ে দেন। বলেন যে জুন মালিয়ার সাথে তার ভালো সম্পর্ক রয়েছে আগামী দিনেও ভালো সম্পর্ক থাকবে। সেই সঙ্গে তিনি আরো জানান, বিগত ৯ মাস ধরে সব শিক্ষকরাই পরিষেবা সঠিক সময়ে পেয়েছে। আগামী দিনেও যাতে শিক্ষকরা ভালো পরিষেবা পান সেদিকে নজর দেওয়ার কথা জানিয়েছেন তিনি।  দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়েছেন তাকে এত বড় দায়িত্বে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। তিনি জানিয়েছেন তার চাওয়ার থেকেও বড় কিছু দায়িত্ব মমতা ব্যানার্জি তাকে দিয়েছিলেন তিনি যতটা পেরেছেন নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।