নিজস্ব সংবাদদাতাঃ আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠা নামা করছে। যার জেরে বাড়ছে পেট্রোল, ডিজেলের দামও। এহেন অবস্থায় এই নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।
তিনি বলেন, 'মন্ত্রিসভা দেশীয়ভাবে উত্পাদিত অপরিশোধিত তেলের বিক্রয় নিয়ন্ত্রণমুক্ত করার অনুমোদন দিয়েছে। এটি ২০২২ সালের অক্টোবর থেকে কার্যকর করা হবে। এখন কোম্পানিগুলো তাদের অপরিশোধিত তেল সরকারি কোম্পানিগুলোর পাশাপাশি দেশীয় বাজারে যে কোনো বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করতে পারবে।'