নিজস্ব সংবাদদাতাঃ দির্ঘদিন লকডাউনে ঘরবন্দী থেকে মানুষের জীবন কার্যত দুঃসহ হয়ে উঠেছে। লকডাউন কিছুটা শিথিল হতেই ব্যাগ পত্র নিয়ে অনেকেই ভ্রমণের নেশায় বেড়িয়ে পরছেন। যদিও বিভিন্ন জায়গায় ভ্রমণের আগে আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে উত্তরাখণ্ডের ক্লেমেন্ট টাউনে একটি ভুয়ো আরটি-পিসিআর রিপোর্ট নিয়ে দেরাদুন-মুসৌরি বেড়াতে আসা ১৩ জন পর্যটককে পুলিশ ধরেছে। তদন্তের পর পুলিশ জাল নথি তৈরির অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে এবং একটি মামলা দায়ের করেছে। এখন পর্যন্ত, ১০০টি জাল আরটি-পিসিআর রিপোর্ট শনাক্ত করা হয়েছে।