নিজস্ব সংবাদদাতাঃ মেঘালয়ের শিলংয়ে হাজির হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক জনসভায় তিনি বলেন, 'মেঘালয় সম্মানের সঙ্গে আপোস করবে না। বাংলার মানুষ মেঘালয়কে শাসন করবে না। দ্বিতীয়বার স্বাধীনতা দেখবে মেঘালয়। মেঘালয়কে উপেক্ষা করেছে কংগ্রেস, বিজেপি। এনপিপি সরকার মেঘালয়ের মানুষের স্বার্থ অবজ্ঞা করেছে। কেন উত্তর-পূর্বের রাজ্যগুলিকে অবহেলা করছে কেন্দ্র?'
অভিষেক আরও বলেন, 'একমাত্র তৃণমূলই বিজেপিকে হারাতে পারে। মেঘালয়ের মানুষ মেঘালয়কে শাসন করবে। ৬ মাস পর যখন নতুন সরকার গঠিত হবে তখন মেঘালয়ের মানুষ মেঘালয়কে শাসন করবে। বিজেপির কাছে মাথা নত না করায় ওরা এজেন্সি দিয়ে হেনস্থা করা হচ্ছে।'