নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: স্কুল যাওয়ার রাস্তায় ভাঙা সেতু। জীবনের ঝুঁকি নিয়ে তাই রাস্তায় যাতায়াত করতে হয় পড়ুয়া থেকে স্থানীয় বাসিন্দাদের। নাহলে বহু পথ ঘুড়ে স্কুল পৌঁছাতে হয়। সেতু মেরামতের প্রতিবাদে তাই অবরোধ করা হল রাস্তা। এতদিন স্কুল বন্ধ ছিল তাই ছাত্রছাত্রীরাও চুপ ছিল। কিন্তু স্কুল খুলতেই তারা প্রতিবাদে নামে। একমাত্র যাতায়াতের রাস্তায় ভাঙা খালের মেরামতের দাবিতে চারবছর আগেও রাস্তা অবরোধ করেছিল স্থানীয়রা। তখন প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। তরপর করোনা সহ একাধিক কারনে স্কুল বন্ধ ছিল। এবার স্কুল খোলায় ফের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কচিকাচা থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষদের।
ঝাড়গ্রাম ব্লকের পুতরঙ্গি খাল গত প্রায় পাঁচ বাছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বার বার বলেও কোনো লাভ হয়নি। জাম্বনি ও ঝাড়গ্রাম দুই ব্লকের সংযোগকারী সেতুর বেহাল দশা। বর্ষা শুরু হতেই জল জমতে শুরু করছে। ফলে খালের পাশ দিয়েও যাতায়াত বন্ধ। জীবনের ঝুকি নিয়ে জরাজীর্ণ সেতুর উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। সেতুর কারণে এলাকায় পৌঁছাচ্ছে না রেশন সহ একাধিক সরকারি পরিষেবা। মানুষকে রেশন নিতে হলে অনেকটা পথ অতিক্রম করে রেশন নিতে হচ্ছে। স্কুল পৌঁছাতে বহু পথ ঘুরে যেতে হয় ছাত্র ছাত্রীদের। এরই প্রতিবাদে বুধবার ঝাড়গ্রাম থেকে চন্দ্রী যাওয়ার রাস্তায় পাঁচামির কাছে পথ অবরোধ করলো ছাত্রছাত্রী ও অভিভাবকরা। যতক্ষণ না প্রশাসন এসে অবিলম্বে খাল সারাই এর প্রতিশ্রুতি দিচ্ছে ততক্ষণ অবরোধ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে। ব্যস্ত সময়ে অবরোধের ফলে সাধারন মানুষ সমস্যায় পড়ছেন।