আধার কার্ডের দুই পরিষেবা বন্ধ করল UIDAI

author-image
Harmeet
New Update
আধার কার্ডের দুই পরিষেবা বন্ধ করল UIDAI

নিজস্ব সংবাদদাতাঃ বর্তমান আধার কেবল আর আপনার পরিচয়পত্র নয়। সরকারি কাজ থেকে শুরু করে ব্যাঙ্কিং বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে আধার থাকা বাধ্যতামূলক। এ ছাড়াও আধার কার্ডে দেওয়া তথ্য সময়ে সময়ে আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার থেকে UIDAI পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত Address Validation Letter-এর মাধ্যমে আধার কার্ডে ঠিকানা আপডেট করার সুবিধা বন্ধ করে দিয়েছে। এই চিঠির মাধ্যমে ভাড়াটে বা অন্যান্য আধার কার্ডধারকরা সহজেই তাদের ঠিকানা আপডেট করতে পারে। UIDAI তার ওয়েবসাইট থেকে Address Validation Letter সম্পর্কিত অপশন সরিয়ে দিয়েছে।




UIDAI-এর তরফে জানানো হয়েছে, 'আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঠিকানা যাচাইকরণ পত্রের সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে।আপনি অন্যান্য বৈধ ঠিকানা প্রমাণের মাধ্যমে এই তালিকা থেকে ঠিকানা আপডেট করতে পারেন (https://uidai.gov.in/images/commdoc/valid_documents_list.pdf)