সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: বর্ষায় নদীর বাঁধ নিয়ে চিন্তার ভাঁজ জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের। বাঁধ সংস্কারের জন্য জেলাশাসকের কাছে আবেদন জানাল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর। জলপাইগুড়ি টিবি হাসপাতালের কাছে করলা নদীর বাঁধ নিয়ে কপালে রীতিমতো চিন্তার ভাঁজ জেলা স্বাস্থ্য দফতরের। করলা নদীর ওই অংশে বাঁধের উচ্চতা প্রয়োজনের তুলনায় কম। ফলে বর্ষায় বাঁধ উপচে নদীর জল ঢুকে পড়ে এলাকায়। সেই সমস্যা সমাধানের জন্য বাঁধ সংস্কারের আবেদন জানানো হয়েছে। বুধবার জেলাশাসক সুপার স্পেশালিটি হাসপাতালের ভিআরডিএল পরিদর্শনে যান। সেখানে উত্তরবঙ্গে করোনা মোকাবিলায় বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক (ওএসডি) ডা: সুশান্ত রায় বাঁধ সংস্কারের প্রয়োজনীয়তা জেলাশাসকের কাছে তুলে ধরেন।জেলাশাসক সেচ দপ্তরকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দিয়েছেন।