নিজস্ব সংবাদদাতা : মশা নিয়ন্ত্রণের জন্য লার্ভিসাইড স্প্রে করতে ব্যবহৃত ড্রোন উড়ানোর দায়িত্ব দেওয়া হল একজন ট্রান্সজেন্ডারকে। ভেলোরের বছর ১৯ এর ওই ট্রান্সডেন্ডার ই প্রেমকে নিযুক্ত করেছে গ্রেটার চেন্নাই কর্পোরেশন কর্পোরেশন। মশার লার্ভিসাইড স্প্রে করার জন্য কর্পোরেশনের সাতটি ড্রোন অপারেটর প্রয়োজন হলেও বর্তমানে প্রেমসহ দুজনকে নিযুক্ত করা হবে।তবে, অবশিষ্ট পাঁচটি পদও অদূর ভবিষ্যতে পূরণ করা হবে এবং এর জন্য ট্রান্সপারসনদের অগ্রাধিকার দেওয়া হবে বলে খবর।
কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রেম জুলাই মাসে কাজ শুরু করবেন এবং তার মাসিক বেতন হবে ২৫,০০০ টাকা।ই. প্রেম চেন্নাইয়ের রিমোট পাইলট ট্রেনিং অর্গানাইজেশনে তার ড্রোন উড্ডয়ন প্রশিক্ষণ পেয়েছেন।বসরপ্রাপ্ত উইং কমান্ডার কে.আর. শ্রীকান্ত ১৫ জন ট্রান্সপারসনকে ড্রোন অপারেটিং প্রশিক্ষণ দিয়েছিলেন। তাদের বিভিন্ন জায়গায় চাকরি দিতে সাহায্য করেছেন তিনি।