নিজস্ব সংবাদদাতা : রাজস্থানের উদয়পুরে নিহত দর্জি কানহাইয়া লালের নৃশংস হত্যাকাণ্ডের তদন্তভার গ্রহণ করার জন্য জাতীয় তদন্ত সংস্থা এনআইকে নির্দেশ দিল স্বরাষ্ট্রমন্ত্রক। সেই সঙ্গে এই ঘটনায় কোনো আন্তর্জাতিক যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত,কানহাইয়া লালকে হত্যার ঘটনায় ইতিমধ্যই দুই অভিযুক্ত রিয়াজ আক্তারী ও ঘৌস মোহাম্মদকে গ্রেফতার করা হয়েছে। কংগ্রেস শাসিত রাজ্য নিষিদ্ধ করা হয়ছে বৃহৎ জমায়েত এবং ২৪ ঘন্টা মোবাইল ইন্টারনেট পরিষেবা।