উদয়পুরের হত্যাকাণ্ডে কী প্রতিক্রিয়া মুসলিম ল বোর্ডের?

author-image
Harmeet
New Update
উদয়পুরের হত্যাকাণ্ডে কী প্রতিক্রিয়া মুসলিম ল বোর্ডের?

নিজস্ব সংবাদদাতা : উদয়পুরের হত্যাকাণ্ডকে ইসলাম ধর্ম বিরোধী বলে নিন্দা মুসলিম ল বোর্ডের।অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি) এর তরফে দর্জিকে হত্যা করার ঘটনায় বলা হয়েছে আইন নিজের হাতে নেওয়া অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক এবং অনৈসলামিক।


এআইএমপিএলবি-র সাধারণ সম্পাদক হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানির কথায়, "যেকোন ধর্মীয় ব্যক্তিত্বকে অপমান করা এবং অপবাদ দেওয়া একটি গুরুতর অপরাধ৷ নবী মুহাম্মদের বিরুদ্ধে (প্রাক্তন) বিজেপি মুখপাত্র নূপুর শর্মা যে অবমাননাকর কথা বলেছেন তা অত্যন্ত বেদনাদায়ক মুসলিম সম্প্রদায়ের জন্য।এই অপরাধের বিরুদ্ধে সরকারের নিষ্ক্রিয়তা আমাদের কাঁটা ঘায়ে নুনের ছিঁটে দেওয়া ছাড়া আর কিছুই নয়।কিন্তু তা সত্ত্বেও কাউকে আইন হাতে তুলে নিয়ে কাউকে অপরাধী ঘোষণা করে তাকে খুন করার অনুমতি দেওয়া যাবে না। এটা অত্যন্ত নিন্দনীয় কাজ।আইন বা ইসলামিক শরিয়া কোনটিই এর অনুমতি দেয় না। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড উদয়পুরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা করে।"বোর্ড মুসলিম সম্প্রদায়কে ধৈর্য ধরে কাজ করার জন্য এবং আইন নিজের হাতে না নেওয়ার এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সামাজিক সংহতিকে ব্যাহত করতে পারে এমন কোনও পদক্ষেপে লিপ্ত না হওয়ার জন্যও আবেদন জানিয়েছে।