নিজস্ব সংবাদদাতা: মুক্তির পরই সারা রাজ্য জুড়ে সারা ফেলেছে ইস্কাবন। গোটা ছবিটিকে ঘিরে উৎসাহ ছিল দেখার মতো। গত এক দশক ধরে জঙ্গলমহলের ইতিবৃত্তের ইতিহাস নিয়ে এমন কোনও ছবি নির্মিত হয়নি। যে ছবিতে গল্পই মুখ্য।গল্প নির্ভর এই ছবির প্রেক্ষাপটটি বাংলার জঙ্গলমহলের মাওবাদী আন্দোলনের ইতিবৃত্ত নিয়ে নির্মিত।
ছবি মুক্তির দ্বিতীয় সপ্তাহেও দর্শকদের উৎসাহতে এতটুকু ভাঁটা পড়েনি। তবে ইস্কাবনের প্রযোজক শেখ আব্দুল লালনের দাবি, ইস্কাবন দ্বিতীয় সপ্তাহের দৌড়ে হাঁটলেও নতুন ছবির আগমনে কিছুটা জায়গা নতুনদের দিয়েছে ইস্কাবন। দ্বিতীয় সপ্তাহেও রমরমিয়ে চলছে ‘ইস্কাবন’।