নিজস্ব সংবাদদাতাঃ ভোটে জয়ের পর প্রথমবার আসানসোলে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের এক জনসভায় বক্তব্য রাখলেন তৃণমূল সুপ্রিমো। উপস্থিত রয়েছেন তৃণমূল সাংসদ শত্রঘ্ন সিনহা। এদিন আসানসোলের সভা থেকে কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পকে নিয়ে মমতা বলেন, '২০২৪ সালের ভোটের আগে ললিপপ দেখাচ্ছে বিজেপি। অগ্নিপথ প্রকল্পে দু দফায় মোট ৬০ হাজার লোক নেওয়া হবে। লোকসভা ভোট শেষ হলেই অগ্নিবীরদের বলা হবে বাড়ি চলে যাও।'
মমতা আরও বলেন, 'দেশজুড়ে কৃষকদের দুরবস্থা চলছে। সিলিন্ডারের দাম কোথায় গিয়ে পৌঁছেছে। এখন প্রতিবাদ করলেই সিবিআই, ইডি ধরে নিয়ে যায়। বিজেপি সোশ্যাল মিডিয়ায় ফেক ভিডিও ছড়ায়।'