মাদক থেকে শক্তি উৎপাদন পুলিশের

author-image
Harmeet
New Update
মাদক থেকে শক্তি উৎপাদন পুলিশের

নিজস্ব সংবাদদাতা : বাজেয়াপ্ত বেআইনি মাদককে বায়োমাস হিসেবে পুড়িয়ে তা তা থেকে বিদ্যুৎ উৎপাদন করছে পুলিশ। রাজ্যকে মাদকমুক্ত করতে এমনই অভিনব উদ্যোগ দেখা গেল ছত্তিশগড়ে। আগে বাজেয়াপ্ত মাদকদ্রব্য খোলা আকাশের নিচে পোড়ানো ছিল পুলিশের নিত্যনৈমিত্তিক প্রক্রিয়া। তবে বিলাসপুর পুলিশ এখন কোটি টাকার বাজেয়াপ্ত গাঁজা বায়োমাস কাঁচামাল হিসেবে ব্যবহার করছে।




গাঁজা ছাড়াও অন্যান্য ধরনের অবৈধ ওষুধও বায়োমাস হিসেবে পুড়িয়ে ফেলা হয়। বিলাসপুরের সুধা বায়োপাওয়ার প্রাইভেট লিমিটেড থেকে মাদক উদ্ধার করেছে পুলিশ।এরপর গাঁজা আলাদা করে বায়োমাস সরাসরি পোড়ানোর জন্য বয়লারে রাখা হয়।