নিজস্ব সংবাদদাতা : অমরনাথ তীর্থযাত্রীদের আধার কার্ড বা অন্য কোনও বায়োমেট্রিক যাচাইকৃত সরকারি আইডি কার্ড আনতে পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে।প্রায় তিন লাখ তীর্থযাত্রী দক্ষিণ কাশ্মীরের উপরের অংশে অবস্থিত গুহা মন্দিরের তীর্থযাত্রায় অংশ নিতে পারে বলে অনুমান করা হচ্ছে।এই বছর, তীর্থযাত্রীরা যাত্রার জন্য শ্রীনগর থেকে সরাসরি হেলিকপ্টার পরিষেবাও পেতে পারেন।ইতিমধ্যে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে, তীর্থযাত্রা ৩০ জুন থেকে ১১ আগস্টের মধ্যে ৪৩ দিনের জন্য অনুষ্ঠিত হতে চলেছে।
জম্মুর এডিজিপি মুকেশ সিং বলেছেন,“শীঘ্রই অমরনাথ যাত্রা শুরু হবে এবং সব ব্যবস্থা করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের অর্থনীতিকে চাঙ্গা করতে এই যাত্রা গুরুত্বপূর্ণ হয়েছে। লক্ষাধিক মানুষ এই যাত্রার উপর নির্ভরশীল এবং এখানকার সকল মানুষ অধীর আগ্রহে যাত্রার জন্য অপেক্ষা করছে। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”