নিজস্ব সংবাদদাতা : মুম্বইতে বিল্ডিং ধসে বিপত্তি। একটি চারতলা আবাসন ধসে পড়ায় মৃত্যু হয়েছে ৩ জনের। জখম ১১। ধ্বংসস্তূপে অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। সোমবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের নায়েক নগরে। উদ্ধারকার্য চলছে।
বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) সূত্রে খবর, আট জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। ২০ থেকে ২৫ জন ধ্বংসস্তূপে আটকে রয়েছেন বলে অনুমান। এই ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও জখমদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী সুভাষ দেশাই । তিনি আরও বলেন, "ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য একটি বৈঠক ডাকা হয়েছে।"