মুখ্যমন্ত্রীর সভার আগে কড়া নিরাপত্তা

author-image
Harmeet
New Update
মুখ্যমন্ত্রীর সভার আগে কড়া নিরাপত্তা

রাহুল পাসওয়ান, আসানসোল : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার প্রস্তুতি শেষ পর্যায়ে। দলীয় পতাকায় ঘিরে ফেলা হয়েছে শহর। মঞ্চে থাকতে পারেন বাবুল সুপ্রিয়। তিন দিনে দুই বর্ধমানে সফর করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পূর্ব বর্ধমান জেলায় সভা করার পর রাতে দুর্গাপুর গেষ্ট হাউসে বিশ্রাম নিয়ে মঙ্গলবার আসানসোলে জনসভা করবেন তিনি। দীর্ঘদিন পর আসানসোল শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে। সারা শহর মুড়ে ফেলা হয়েছে দলীয় পতাকায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যাত্রাপথে তার ছবি সহ প্ল্যাকার্ড ও ফেস্টুন লাগানো হয়েছে।





 মঙ্গলবারের এই জনসভার মঞ্চ আলোকিত করবেন রাজ্যের আইন এবং পূর্ত দফরের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহা, আসানসোল পৌরনিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায়, আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি সহ একঝাঁক নেতৃত্ব, আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়রও মঞ্চে থাকার সম্ভাবনা আছে। আসানসোল শহর জুড়ে দলীয় পতাকার সাথে ২৫০-৩০০টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। শহরে ঢোকার রাস্তায় জুবিলী মোড়ের কাছে পুলিশ প্রশাসন নাকা চেকিং শুরু করেছে সকাল থেকে। বিশাল পুলিশ বাহিনী সারা শহর জুড়ে মোতায়েন করা হয়েছে।