নিজস্ব সংবাদদাতা : বিদ্রোহী বিধায়কদের অশিক্ষিত বলে কটাক্ষ করলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত।মুম্বাইতে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “গুয়াহাটির ৪০ জন বিধায়ক জীবন্ত মৃতদেহ, তাদের আত্মা মৃত। তারা ফিরে এলে তাদের লাশ সরাসরি ময়নাতদন্তের জন্য বিধানসভায় পাঠানো হবে। তারা জানে এখানে যে আগুন জ্বালানো হয়েছে তাতে কী ঘটতে পারে।”
রাউত আরও বলেন যে একনাথ শিন্ডে তার সবচেয়ে কাছের একজন এবং তাকে মহারাষ্ট্রে ফিরে যাওয়ার অনুরোধ করেছিলেন। বিদ্রোহী সেনা বিধায়কদের বিরুদ্ধে অযোগ্যতার প্রক্রিয়া ১২ জুলাই পর্যন্ত স্থগিত রাখার বিষয়ে সুপ্রিম কোর্টের আদেশে প্রতিক্রিয়া জানিয়ে রাউত এটিকে ১১জুলাই পর্যন্ত গুয়াহাটিতে বিশ্রাম নেওয়ার আদেশ বলে অভিহিত করেছেন।