পিজির সঙ্গে জোড়া হচ্ছে জেলার মেডিক্যাল কলেজও

author-image
Harmeet
New Update
পিজির সঙ্গে জোড়া হচ্ছে জেলার মেডিক্যাল কলেজও

নিজস্ব সংবাদদাতাঃ আইভিএফ চিকিৎসার মূল কেন্দ্র (হাব) হিসেবে চিহ্নিত করা হল এসএসকেএম হাসপাতালকে। তার সঙ্গে শাখা কেন্দ্র (স্পোক) হিসেবে যুক্ত করা হচ্ছে রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজগুলিকে। যার মূল লক্ষ্য, জেলা বা গ্রামের বাসিন্দা নিঃসন্তান দম্পতিদেরও বিনা খরচে বন্ধ্যত্বের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া। এর আগে রাজ্যে বিনা খরচে আইভিএফ পরিষেবা চালুর কথা সরকারের তরফে বলা হলেও পরে সেই প্রকল্প আর এগোয়নি।







সম্প্রতি বন্ধ্যত্বের চিকিৎসক সুদর্শন ঘোষদস্তিদারের সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে পিজিতে ‘আইভিএফ’ চিকিৎসা শুরু হয়েছে। সপ্তাহে দু’দিন করে চলছে সেই ক্লিনিক। প্রায় ২০০ জন মহিলা ইতিমধ্যেই সেখানে পরিষেবা নিতে শুরু করেছেন। বিষয়টিকে এ বার জেলা স্তরেও ছড়িয়ে দিতে অন্যান্য মেডিক্যাল কলেজের চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়ার প্রথম ধাপ হিসেবে সোমবার পিজিতে এক বৈঠক হয়। সেখানে সুদর্শনবাবু-সহ স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য, স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুহৃতা পাল, পিজির অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়,ওই হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের প্রধান সুভাষ বিশ্বাস ও অন্যেরা উপস্থিত ছিলেন। বৈঠকে অন্য মেডিক্যাল কলেজের চিকিৎসকদের বোঝানো হয়, কী ভাবে কৃত্রিম প্রজননের প্রাথমিক পর্যায়ের পরিষেবা তাঁরা দেবেন। চূড়ান্ত পরিষেবা অবশ্য মিলবে পিজিতেই।