অন্ধকার নামল Ray Ban-র দুনিয়ায়, প্রয়াত চশমা প্রস্তুতকারী সংস্থার মালিক

author-image
Harmeet
New Update
অন্ধকার নামল Ray Ban-র দুনিয়ায়, প্রয়াত চশমা প্রস্তুতকারী সংস্থার মালিক

নিজস্ব সংবাদদাতাঃ প্রয়াত হলেন EssilorLuxottica মালিক লিওনার্দো দেল ভেকিও। সোমবার চশমা প্রস্তুতকারক সংস্থার তরফে জানানো হয়েছে, মৃত্যুকালে লিওনার্দোর বয়স হয়েছিল ৮৭। যে EssilorLuxottica-র অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হল Ray Ban। ব্যবসায়িক দিক থেকে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছালেও লিওনার্দোর ছেলেবেলা কষ্টের মধ্যে কেটেছিল। ছেলেবেলায় অনাথ আশ্রমে থাকতেন। সেখান থেকে কয়েক বিলিয়ন ইউরোর মালিক হয়েছিলেন লিওনার্দো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় তাঁকে ইতালির অন্যতম সফল ব্যবসায়ী বলে বিবেচনা করা হয়। যিনি একেবারে নীচ থেকে শুরু করে উপরে উঠেছিলেন। বিখ্যাত ধনকুবের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ইউরোপিয়ান ইকোনমি কমিশনার পাওলো জেন্তিলোনি। টুইটারে তিনি বলেন, 'ইতালির একজন অসামান্য মানুষ ছিলেন লিওনার্দো দেল ভেকিও। অনাথ আশ্রম থেকে ব্যবসায়িক সাম্রাজ্যের নেতৃত্ব - তাঁর কাহিনি যেন অন্য যুগের। তবে সেটা আজ এবং আগামীর উদাহরণ। চিরশান্তিতে ঘুমান।'