কলেরা আতঙ্কে দিশাহারা আম জনতা, নিষিদ্ধ হল সাধের ফুচকা!

author-image
Harmeet
New Update
কলেরা আতঙ্কে দিশাহারা আম জনতা, নিষিদ্ধ হল সাধের ফুচকা!

নিজস্ব সংবাদদাতাঃ  নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে এমন এক খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে, যা শুনে সবাই অবাক হবেন বা অনেকেই আবার আতকে উঠবেন। পড়শি দেশের স্বাস্থ্য মন্ত্রক কাঠমাণ্ডুর ললিতপুর মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় ফুচকা নিষিদ্ধ করেছে। নেপালে অবশ্য এটি গোলগাপ্পা বা পানিপুরি নামে পরিচিত। উল্লেখ্য, উপমহাদেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং নেপালে অতি জনপ্রিয় খাবার ফুচকা। তবে এই ফুচকার জন্যই ক্রমে রোগ ছড়িয়ে পড়ছে নেপালের রাজধানীতে। যার জেরে চিন্তিত স্থানীয় প্রশাসন। কাঠমাণ্ডু উপত্যকার ললিতপুর মেট্রোপলিটন সিটিতে কলেরা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ফুচকাতে ব্যবহৃত জলে কলেরার ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে। আর তারপরই কলেরা রুখতে ফুচকা নিষিদ্ধ করা হয়েছে ললিতপুরে। ললিতপুর পৌর এলাকার পুলিশ প্রধান সীতারাম হাচেতু জানান, যানজটপূর্ণ এলাকা এবং করিডোর এলাকায় ফুচকা বিক্রি নিষিদ্ধ করার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। তিনি আরও জানান, ফুচকার কারণে কলেরার প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। রবিবার কাঠমাণ্ডুতে কলেরার সাতটি নতুন কেস পাওয়া শনাক্ত হয়েছে। এই নিয়ে উপত্যকায় মোট কলেরা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।