ভাইরাল বাইডেনের সঙ্গে মোদীর ভিডিয়ো

author-image
Harmeet
New Update
ভাইরাল বাইডেনের সঙ্গে মোদীর  ভিডিয়ো

নিজস্ব সংবাদদাতাঃ জি৭ সম্মেলনে যোগ দিতে রবিবারই জার্মানিতে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার, মিউনিখে অনাবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্ডেজ-এর সঙ্গে বৈঠক করেন। দুই রাষ্ট্রনেতার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, সামরিক সহায়তা, কৃষি, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, খাদ্য সুরক্ষার মতো বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। এরপর সোমবার দক্ষিণ জার্মানির শ্লোস এলমাউ-এর আলপাইন দুর্গে জি৭ শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে সম্মেলনে স্বাগত জানান জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ। সম্মেলনে এদিন, তাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গিয়েছে। মার্কিন প্রেসিডেন্টকে দেখা যায়, মঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এসে ভারতের প্রধানমন্ত্রীকে ডেকে নিয়ে কথা বলতে। দুই রাষ্ট্রনেতার এই সাক্ষাতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।