নিজস্ব সংবাদদাতাঃ জলবায়ু পরিবর্তনের মোকাবিলার প্রতিশ্রুতি পূরণে ভারতের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য জি৭ গ্রুপের ধনী দেশগুলোকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার (২৭ জুন) জি৭-এর সম্মেলনে ‘উন্নত ভবিষ্যতে বিনিয়োগ: জলবায়ু, শক্তি, স্বাস্থ্য’ শীর্ষক এক অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে মোদী দাবি করেন, ভারতের কর্মক্ষমতা থেকে স্পষ্ট যে জলবায়ু প্রতিশ্রুতি পূরণকে কতটা গুরুত্ব দেয় ভারত। মোদী বলেন, ‘একটি ভুল ধারণা আছে যে, দরিদ্র দেশগুলো পরিবেশের বেশি ক্ষতি করে। কিন্তু ভারতের হাজার বছরেরও পুরনো ইতিহাস, এই মতকে সম্পূর্ণরূপে অস্বীকার করে। প্রাচীন ভারত দারুণ সমৃদ্ধ ছিল।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, ‘আশা করি জি৭-এর ধনী দেশগুলো ভারতের প্রচেষ্টাকে সমর্থন করবে। ভারতে ক্লিন এনার্জি টেকনোলজির বিশাল বাজার গড়ে উঠছে। ভারতে বিশ্বের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত বিমানবন্দর রয়েছে। ভারতের বিরাট রেল যোগাযোগ ব্যবস্থা এই দশকে নেট জিরো হয়ে যাবে (কার্বন নিঃসরণের ক্ষেত্রে)। আমরা সময়ের নয় বছর আগেই অ-জীবাশ্ম ফসিল উত্স থেকে ৪০ শতাংশ শক্তি উৎপাদনের ক্ষমতার লক্ষ্য অর্জন করেছি।’ প্রধানমন্ত্রী আরও বলেন, কোভিড-১৯ মহামারি চলাকালীন ভারতে অনেক রকমের উদ্ভাবন হয়েছে। উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্য ক্ষেত্রে ভারতের এই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ছড়িয়ে দিতে জি৭ দেশগুলো সহায়তা করতে পারে বলে জানান মোদী।