নিজস্ব সংবাদদাতাঃ করোনা ফাঁড়া কাটিয়ে কয়েক মাস খুলেছিল স্কুলের দরজা। কিন্তু গ্রীষ্মের দাবদহে ফের হয়ে যায় বন্ধ। অবশেষে গ্রীষ্মের ছুটি কাটিয়ে ২৭ জুন খুলেছে রাজ্যের সমস্ত বিদ্যালয়। আগেই প্রকাশিত হয়েছিল মাধ্যমিক স্কুলগুলোর পার্বিক পরীক্ষা বা সামেটিভ ইভ্যালুয়েশনের সূচি। এবার প্রাথমিক স্কুলের সূচি প্রকাশ হয়ে গেল। মোট তিন পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে বলে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে। জারি হয়েছে বিজ্ঞপ্তি।
আগামী ২ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত প্রথম পর্যায়ের সামেটিভ ইভ্যালুয়েশন হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের সামেটিভ ইভ্যালুয়েশন হবে। আগামী ১ ডিসেম্বর থেকে তৃতীয় পর্যায়ের সামেটিভ ইভ্যালুয়েশন শুরু হবে। চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, পরীক্ষার সূচির ভিত্তিতে স্কুলগুলোকে যথাসময় পাঠ্যক্রম শেষ করতে হবে। পরীক্ষার প্রশ্নপত্র করবে সংশ্লিষ্ট স্কুল। সেইসঙ্গে প্রতিটি পর্যায়ের সামেটিভ ইভ্যালুয়েশন আগে ফরমেটিভ পরীক্ষা নিতে হবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে।