আগামী ২ সপ্তাহ শ্রীলঙ্কায় জ্বালানি তেল বিক্রি বন্ধ করা হল

author-image
Harmeet
New Update
আগামী ২ সপ্তাহ শ্রীলঙ্কায় জ্বালানি তেল বিক্রি বন্ধ করা হল

নিজস্ব সংবাদদাতাঃ আর্থিক সংকটে জর্জরিত। জ্বালানি তেলেরও আকাল। এবার জ্বালানি তেলের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল শ্রীলঙ্কা সরকার। শুধু আপৎকালীন পরিষেবায় যুক্ত গাড়িগুলো একমাত্র পেট্রল, ডিজেল পাবে। সরকারি মুখপাত্র বান্দুলা গুনাওয়ারদানা জানিয়েছেন, আজ মধ্যরাত থেকে স্বাস্থ্যক্ষেত্রে জরুরী পরিষেবা ছাড়া কাউকে জ্বালানি তেল বিক্রি করা হবে না। কারন যেটুকু তেল রয়েছে তা আমরা বাঁচিয়ে রাখতে চাইছি। অসুবিধার জন্য সকলের কাছে ক্ষমা চাইছি। সেক্ষেত্রে কাল থেকে কার্যত শ্রীলঙ্কার রাস্তা গাড়ি শূন্য হয়ে যেতে পারে।