ইনফোসিসে ৩৫ হাজার কর্মী নিয়োগ, আজই আবেদন করুন

author-image
Harmeet
New Update
ইনফোসিসে ৩৫ হাজার কর্মী নিয়োগ, আজই আবেদন করুন

নিজস্ব সংবাদদাতা: ৩৫ হাজার কর্মী নিয়োগ করবে ইনফোসিস। এমনটাই জানিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আইটি সংস্থা। আইটি সংস্থা এই আর্থিক বছরে ৩৫,০০০ কলেজ স্টুডেন্টকে চাকরি দেবে বলে ঘোষণা করেছে। এ বিষয়ে ইনফোসিসের চিফ অপারেটিং অফিসার প্রবীণ রাও বলেন, "ডিজিটাল প্রতিভার চাহিদা বিস্ফোরিত হওয়ার সাথে সাথে শিল্পে ক্রমবর্ধমান হতাশা একটি প্রায়-মেয়াদী চ্যালেঞ্জ এর সৃষ্টি করে। আমরা বিশ্বব্যাপী আর্থিক বছর ২২ থেকে ৩৫,০০০ অর্থবছরের জন্য কলেজ স্নাতকদের নিয়োগ নিয়োগ করব। ডিজিটাল দুনিয়ায় প্রতিভার চাহিদা আরও প্রসারিত হচ্ছে। সেই জায়গায় পর্যাপ্ত কর্মীর অভাব যে কোনো সংস্থার সামনেই প্রতিবন্ধকতা তৈরি করে। পরিস্থিতি বিবেচনা করেই আমরা সেই চাহিদা পূরণের চেষ্টা করছি। বিশ্বব্যাপী ৩৫ হাজার কলেজ স্নাতক নিয়োগের পরিকল্পনা নিয়েছি আমরা”।