দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : কলকাতা থেকে খড়গপুর, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় খোলা তারের বলি হতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু এর পরও খোলা তার নিয়ে নজরদারিতে যে বড় ফাঁক রয়ে গিয়েছে তার প্রমাণ মিলল মেদিনীপুর শহরে রাঙামাটি উড়ালপুলে। উড়ালপুলে রিতীমত তৈরি হয়েছে মারণফাঁদ।
বেশিরভাগ বাতিস্তম্ভেই খোলা ইলেকট্রিক বক্স। মোট ৩৪ টি বাতিস্তম্ভ রয়েছে রাঙামাটি উড়ালপুলে। সেই বাতিস্তম্ভগুলির বক্স থেকে বেরিয়ে এসেছে ইলেকট্রিকের তার। এই উড়ালপুলে নিত্যদিন বহু পথচারীর যাতায়াত। বর্ষায় এই খোলা তার থেকে যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে তার দায় নেবে কে, সেটাই এখন বড় প্রশ্ন।