রাহুল পাসওয়ান, আসানসোল : মঙ্গলবার থেকে খুলে গেল স্কুলের দরজা। সেই মতো সরকারি প্রটোকল মেনে খুললো দমহানি হিন্দি ফ্রি প্রাইমারি স্কুলও। স্কুল খোলায় খুশি শিক্ষক থেকে স্কুল পড়ুয়ারা। শিক্ষকরা পড়ুয়াদের হাতে তুলে দেন বেলুন।
পড়ুয়াদের কথায়, 'আমাদের পড়াশোনা আরম্ভ হচ্ছে এবং খুব ভালো লাগছে যে স্কুলে এসে আমরা পড়াশোনা করতে পারবো।' অপরদিকে ওই স্কুলেরই প্রধান শিক্ষক শ্রী মনোজ পান্ডে জানান, 'আমরা গতকাল স্কুল স্যানিটাইজার করে নিয়েছি এবং যেসব বাচ্চারা স্কুলে আসছে সবাইকে স্যানিটাইজার দেওয়া হচ্ছে এবং আজকের দিনটা সত্যি খুব আনন্দের। আমরা দুমাস পর স্কুলে আবার আসতে পেরেছি বাচ্চাদের কাছে।'