হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুর নগর নিগমের ভোটের আগেই চাঞ্চল্যকর অভিযোগ বামেদের। ভোটার তালিকায় গরমিল রয়েছে বলে দাবি তুলে সোমবার দুর্গাপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হল। দুর্গাপুরের বাম নেতৃত্বের অভিযোগ, দুর্গাপুর নগর নিগমের ৪৩টি ওয়ার্ডে মৃত ভোটারের সংখ্যা ৮১৯১ জন। একই বুথে দুবার নাম ২৩৪ জনের, অস্তিত্বহীন ভোটার ৫২১৩। এছাড়াও দুর্গাপুর পূর্ব এবং পশ্চিম বিধানসভায় একই ছবি একাধিকবার ব্যবহার করা ভোটার প্রায় ৬০০০ জন। এই অভিযোগ নিয়ে সোমবার দুপুরে দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করে বামেরা।
ঘটনায় তদন্তের দাবি করেন বাম কর্মী সমর্থকরা। সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার অভিযোগ করেন যে সামনেই দুর্গাপুর নগর নিগমের নির্বাচন রয়েছে। মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই দাবি জানানো হয়েছে মহকুমা শাসকের কাছে। অবিলম্বে যাতে ভোটার লিস্টে গরমিল সংশোধন করা হয় সেই দাবিও রাখা হয় বলে জানান তিনি।