Padma Setu: পদ্মা সেতু তৈরির নেপথ্যে কারা ছিলেন?

author-image
Harmeet
New Update
Padma Setu: পদ্মা সেতু তৈরির নেপথ্যে কারা ছিলেন?

নিজস্ব সংবাদদাতা: অবশেষে বাংলাদেশে খুলে গিয়েছে পদ্মা সেতু। আর এরই সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের শ্রম, মেধা এবং সময়। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে তৈরি এই সেতুটি নির্মাণে অংশ নিয়েছেন দেশ-বিদেশের বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা বলে খবর। এহেন যুগান্তকারী কাজের সঙ্গে কারা জড়িত রয়েছেন জানেন? জানা গিয়েছে, পদ্মা সেতু বাস্তবায়নে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির প্রধান ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক শামীম জেড বসুনিয়া, নদী বিশেষজ্ঞ আইনুন নিশাত, পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক ফিরোজ আহমেদ, পাইলিং বিশেষজ্ঞ অধ্যাপক হোসাইন মোঃ শাহিন। এছাড়া মাটি বিশেষজ্ঞ অধ্যাপক এ এম এম সফিউল্লাহ জাপানের দুজন, নেদারল্যান্ডস, ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের একজন করে বিশেষজ্ঞ ছিলেন।