নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। এই কম্পনের জেরে এখনো অবধি হাজার হাজার মানুষের মৃত্যু ঘটেছে।
শনিবার আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলের হাসপাতালগুলোতে গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রী পৌঁছে যায়। তবে আন্তর্জাতিক শক্তিগুলির কাছে আরো ত্রাণের আর্জি জানিয়েছে আফগানিস্তানের তালিবান সরকার। এই ভূমিকম্পের জেরে ২০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইসঙ্গে ভেঙে পড়েছে ২০,০০০ এরও বেশি ঘরবাড়ি। জাতিসংঘ এবং আরও বেশ কয়েকটি দেশ ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্যের জন্য ছুটে গেছে, আগামী কয়েক দিনের মধ্যে আরও পৌঁছানোর হবে বলে খবর।