নিজস্ব সংবাদদাতা : বর্ধমানে মাটি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান থেকে কালনা ও শান্তিপুরকে সেতুতে জোড়া হচ্ছে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে এদিন বলেন, কেন্দ্রের বিজেপি সরকার কৃষক বিরোধী।
তার অভিযোগ, অনেক সময় মান্ডিতে হয়রানির শিকার হতে হচ্ছে চাষীদের। ধানের ওজন ঠিকঠাক করা হচ্ছে না। ধান ফিরিয়ে দিলে কিংবা সময়ের কাজ সময়ে না করলে বিডিও,ডিএম ও এসপিদের পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। ধান বিক্রি করতে গেলে ঘোরানো যাবে না বলে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ২০২৪-এর মধ্যে গ্রামগুলিত ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন মমতা।