বর্ধমানে মাটি উৎসবের অনুষ্ঠান থেকে তিনি বলেন, 'কৃষকরাই আমাদের সম্পদ। খারিফ মরশুমের জন্য ৮৯ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হয়েছে। প্রতি কৃষককে ১০ হাজার টাকা করে সাহায্য করা হয়েছে। কৃষকদের আয় তিনগুন বেড়েছে। ২৩০০ কোটি টাকা সাহায্য করা হয়েছে সরকারের তরফে। কৃষক ছাড়া খেতমজুররাও টাকা পান। আমাদের রাজ্যে চাল-ডাল,সুগন্ধী চাল,পেয়জের দাম আছে। ১১ বছরে খাদ্য শস্যের উৎপাদন বেড়েছে ৫৭ লক্ষ টন। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হওয়ায় ৬৬ লক্ষ কৃষককে সাহায্য করা হয়েছে। ৭ হাজার গভীর সেচ প্রকল্প শুরু করা হয়েছে।'