সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: শিলিগুড়ি বাঘাযতীন পার্কে পালিত হল বনমহোৎসব ২০২১। শিলিগুড়ি বাঘাযতীন পার্কে বন বিভাগের পক্ষ থেকে এবং শিলিগুড়ি পৌর নিগমের সহযোগিতায় বনমহোৎসব পালন করা হলো। বনমহোৎসব এর মধ্যে দিয়ে বাঘাযতীন পার্কে প্রায় একশর বেশি চারা গাছ লাগানো হয়েছে। শিলিগুড়ি প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেবের নিজস্ব উদ্যোগে একটি কাঠ বাদাম গাছ একটি লটকন এবং দুটি পলাশ গাছ লাগানো হয়েছে। শিলিগুড়ি শহরকে সবুজ করার উদ্দেশ্যে শিলিগুড়ি শহরের ১০০০০ গাছ লাগানো হবে।বিভিন্ন গাছের পাশাপাশি বিভিন্ন ফল ও ফুলের গাছ লাগানো হবে। করোনা অতিমারির কারণে শহরের মানুষ বুঝতে পেরেছে অক্সিজেনের কতটা প্রয়োজন। সেই কারণে শহরে আরো বেশি করে গাছ লাগাতে হবে। গৌতম দেব বলেন করোনা অতিমারীর কারণে শিলিগুড়ি শহরে পুনরায় ফেরত এসেছে প্লাস্টিক ক্যারি ব্যাগ বিভিন্ন বাজারে মানুষকে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করতে দেখা যাচ্ছে। এই প্লাস্টিক ক্যারিব্যাগ কে সম্পূর্ণরূপে বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে। অতি শীঘ্রই এই নিয়ে ব্যবসায়ী এবং বিভিন্ন মার্কেট সমিতিকে নিয়ে বৈঠক করা হবে।