নিজস্ব সংবাদদাতাঃ কলকাতার কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিতের বাড়িয়ে গিয়ে তাঁকে খুন করার অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। পরে ওই ঘটনায় একাধিক তৃণমূল নেতার যুক্ত থাকার নামও সামনে আসে। সেই মামলায় তদন্ত এগোলেও এখনও মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি বলে দাবি তুলেছে বিজেপি কর্মীর পরিবার। সেই মামলায় এবার বদল হল আইনজীবী। আগেই এই মামলার তদন্তকারী অফিসার বদল হয়েছিল। আদালতে বারবার সিবিআই বারবার ধাক্কা খাওয়ায় আইনজীবী বদল করা হল বলেই মনে করা হচ্ছে।
এই মামলায় সিবিআই-এর তরফের আইনজীবী ছিলেন ফিরোজ এডুলজি। তাঁকে সরিয়ে দিয়ে কে মণ্ডল নামে এক আইনজীবীকে নিয়োগ করা হল এই মামলায়। সূত্রের খবর, আদালতে বারবার ধাক্কা খাওয়ার জেরেই তাঁকে সরানো হয়েছে। এই মামলায় চার্জ গঠন করতে চাইলেও আদালতে পরপর তিন বার ধাক্কা খেয়েছে সিবিআই। চার্জ গঠনের অনুমতি দেয়নি আদালত। তাই আইনজীবী বদল করা হয়েছে বলে জানা যায়।