নিজস্ব সংবাদদাতা : সবকিছু ঠিকঠাক থাকলে জুলাইতেই হবে জোকা-তারাতলা পর্যন্ত ৬ কিলোমার রুটে মেট্রোর ড্রাই রান। সেখানে ব্যবহার করা হবে অবসর নেওয়া ২টি নন এসি রেক।গত বছরের অক্টোবরে অবসর নেয় মেট্রোর শেষ নন এসি রেকটি।
অবসর নেওয়া ২টি নন এসি রেক দিয়ে এবার ড্রাই রানের সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ড্রাই রানে দেখা হবে মেট্রো ট্র্যাক্টের অবস্থা। সেই মতো চলতি বছরেই এই রুটে পরিষেবা চালুর আশ্বাস মেট্রো কর্তৃপক্ষের।