নিজস্ব সংবাদদাতা : আগামীকাল থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। তীর্থযাত্রীদের প্রথম ব্যাচ জম্মুর ভগবতী নগর-বেস ক্যাম্প ছেড়েছে ইতিমধ্যেই। তার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বালতাল বেস ক্যাম্পে তাঁবু স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে।
ক্যাম্প পরিচালনার দায়িত্বে থাকা এনএস জামওয়াল জানিয়েছেন, 'বালতালে ইতিমধ্যেই প্রায় ১২০০টি তাঁবু রয়েছে৷ সেনাবাহিনী, জেলা প্রশাসন এবং শ্রাইন বোর্ডের সহায়তায় তাঁবুর সংখ্যা ৫০০ টি বাড়ানো হয়েছে। এই তাঁবুগুলির প্রতিটিতে ১০ জন লোক থাকতে পারে। এটি স্থানীয়দের জন্য প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি করে।'