নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের পদ থেকে অপসারিত করা হল হিতেন বর্মনকে। প্রাক্তন বনমন্ত্রী হিতেন বর্মনকে গত বছর অগস্ট মাসে ওই পদে বসানো হয়েছিল। বছর ঘুরতেই পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। এদিকে প্রাথমিকে চাকরির ক্ষেত্রেও নানা অনিয়ম ক্রমে প্রকাশ্যে আসছে। তার মধ্যেই অপসারন করা হল হিতেন বর্মনকে। সরকারি নির্দেশিকা অনুসারে সংসদের পরিদর্শক ওই পদ সামলাবেন। সূত্রের খবর, শিক্ষক নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে একাধিক অনিয়ম ক্রমে প্রকাশ্যে আসছে। তার মধ্যেই জেলার কয়েকজন শিক্ষকের নথিপত্র চেয়ে পাঠানো হয়। কিন্তু সেই তথ্য পাঠানোর ক্ষেত্রে কিছু অসংগতি থেকে গিয়েছে বলে খবর। তবে এনিয়ে প্রকাশ্যে কোনও ক্ষোভ জানাননি হিতেন বর্মন। তিনি জানিয়েছেন, সরকার ও দল যে সিদ্ধান্ত নিয়েছেন তা তিনি মাথা পেতে নেবেন। তবে প্রাক্তন বাম নেতা হিতেন বর্মনকে আচমকা অপসারনকে ঘিরে নানা চর্চা শুরু হয়েছে জেলা জুড়ে।