নিজস্ব সংবাদদাতাঃ জুল জানাহ স্যাটেলাইট ক্যারিয়ার থেকে পরীক্ষামূলক দ্বিতীয় উৎক্ষেপণ করেছে ইরান। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, এই উৎক্ষেপণ করা হয়েছে গবেষণার উদ্দেশ্যে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাকাশ বিষয়ক মুখপাত্র সাইয়্যেদ আহমাদ বলেন, "জুল জানাহ স্যাটেলাইট ক্যারিয়ারের মাধ্যমে গবেষণামূলক তিনটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। এসব উৎক্ষেপণের মধ্য দিয়ে স্যাটেলাইট ক্যারিয়ারটির কার্যকারিতা পুরোপুরি যাচাই করা সম্ভব হবে।" তিনি জানান, উপ-কক্ষপথের একটি লক্ষ্যতে স্যাটেলাইট যানটি উৎক্ষেপণ করা হয়েছে। এই উৎক্ষেপণ থেকে সংগৃহীত তথ্য তৃতীয় উৎক্ষেপণে কাজে লাগানো হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলে এই স্যাটেলাইট ক্যারিয়ারের মাধ্যমে ২২০ কেজি ওজনের স্যাটেলাইট পৃথিবী থেকে ৫০০ কিলোমিটার দূরের কক্ষপথে পাঠানো সম্ভব হবে। জুল জানাহ তিন ধাপের একটি স্যাটেলাইট ক্যারিয়ার। এর ওজন হচ্ছে ৫২ টন এবং দৈর্ঘ্য সাড়ে ২৫ মিটার।