আদালতে গুজরাত এটিএসের বিরুদ্ধে অভিযোগ তিস্তার

author-image
Harmeet
New Update
আদালতে গুজরাত এটিএসের বিরুদ্ধে অভিযোগ তিস্তার

নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতের জঙ্গি দমন শাখার (এটিএস) হাতে গ্রেফতার হওয়া সমাজকর্মী তিস্তা শেতলবাদ তাঁকে মারধরের অভিযোগ তুললেন। দাবি করলেন তাঁকে বেআইনি ভাবে আটক করা হয়েছে। তিস্তাকে ২ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। গুজরাতের আমদাবাদে তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হওয়ার পর শনিবার এটিএস তাঁকে মুম্বইয়ের জুহুর বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায়। রবিবার তাঁকে আমদাবাদের আদালতে পেশ করা হয়। সেখানে তিনি পাল্টা অভিযোগ করেন।


মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তিনি বলেন, ‘‘এটিএসের আধিকারিকরা কোনও পরোয়ানা ছাড়াই আমার বাড়িতে ঢুকে পড়েন। তাঁরা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ফোনটি ছিনিয়ে নেন। একটি এফআইআরের ভিত্তিতে গ্রেফতার কি আইন সঙ্গত? আমাকে কেন নোটিশ দেওয়া হল না? দুপুর ৩টে থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত আমাকে বেআইনি ভাবে আটকে রাখা হল কেন?’’ তিনি আদালতের কাছে জামিনেরও আবেদন করেন।