জলঙ্গিতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তি গ্রেপ্তার, উদ্ধার চীনা লোগোযুক্ত অস্ত্র
মেদিনীপুরে সুপার মার্কেটে আগুন লাগার পর হুঁশ ফিরল পৌরসভার, শপিংমলগুলিতে অভিযান
এই প্রথম, ওমর আবদুল্লার সঙ্গে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর
ধীরে ধীরে ভাঙছে পাকিস্তানের কাঠামো— ভারতের একের পর এক সিদ্ধান্তে নাজেহাল পাকিস্তান, এবার সব থেকে কঠিন পদক্ষেপ নিল ভারত সরকার
পহেলগাঁও হামলার সন্ত্রাসীরা পালাতে পারে এই দেশে— বিমানবন্দরে শুরু তল্লাশি
কাশ্মীরের রাস্তায় নামলো সেনা কনভয়, সব দৌড়াচ্ছে পুলওয়ামার দিকে
পাকিস্তান থেকে মেইল ও পার্সেল আদান-প্রদান স্থগিত, ভারত সরকারের বড় সিদ্ধান্ত
মাধ্যমিকে সপ্তম স্থান- ফোন এল দেবের
পরীক্ষার আগে বাবার স্ট্রোক, ভালো রেজাল্ট করেও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা শালবনীর সুপ্রীতির

এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ একনাথ শিবির

author-image
Harmeet
New Update
এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ একনাথ শিবির

নিজস্ব সংবাদদাতাঃ মহা সংকটে মহারাষ্ট্র। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে। সূত্রের খবর একনাথ শিবিরের তরফে দুজন প্রতিনিধি সুপ্রিম কোর্টে গিয়েছেন। আদালতের অবকাশকালীন বেঞ্চে এই মামলা উঠতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে একনাথ শিবিরের পক্ষে আগেই জানানো হয়েছিল গোটা সমস্যাটি একেবারেই রাজনৈতিক নয়, গোটাটাই আইনগত সমস্যা। সূত্রের খবর মূলত তিনটি পয়েন্ট এই আবেদনে তুলে ধরা হয়েছে।

                            

প্রথমত, বিধানসভার দলনেতা হিসাবে অজয় চৌধুরীকে মনোনীত করার বিষয়টিকে চ্য়ালেঞ্জ জানিয়েছে একনাথ শিন্ডের শিবির। দ্বিতীয়ত, একনাথ শিবিরের পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হয়েছে তাদেরকে বরখাস্ত করার পদক্ষেপ যেন ডেপুটি স্পিকার না নেন। পাশাপাশি একনাথ শিবিরে থাকা বিধায়কদের বরখাস্ত করার ব্যাপারে যে নোটিশ জারি করা হয়েছে সেটিকেও চ্যালেঞ্জ জানিয়ে আদালতে আবেদন জানানো হয়েছে। তৃতীয়ত, বিদ্রোহী বিধায়কদের পরিবারের জন্য় যাতে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয় সে ব্যাপারে মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দেওয়ার জন্য় আবেদন জানানো হয়েছে।