নিজস্ব সংবাদদাতাঃ মহা সংকটে মহারাষ্ট্র। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে। সূত্রের খবর একনাথ শিবিরের তরফে দুজন প্রতিনিধি সুপ্রিম কোর্টে গিয়েছেন। আদালতের অবকাশকালীন বেঞ্চে এই মামলা উঠতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে একনাথ শিবিরের পক্ষে আগেই জানানো হয়েছিল গোটা সমস্যাটি একেবারেই রাজনৈতিক নয়, গোটাটাই আইনগত সমস্যা। সূত্রের খবর মূলত তিনটি পয়েন্ট এই আবেদনে তুলে ধরা হয়েছে।
প্রথমত, বিধানসভার দলনেতা হিসাবে অজয় চৌধুরীকে মনোনীত করার বিষয়টিকে চ্য়ালেঞ্জ জানিয়েছে একনাথ শিন্ডের শিবির। দ্বিতীয়ত, একনাথ শিবিরের পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হয়েছে তাদেরকে বরখাস্ত করার পদক্ষেপ যেন ডেপুটি স্পিকার না নেন। পাশাপাশি একনাথ শিবিরে থাকা বিধায়কদের বরখাস্ত করার ব্যাপারে যে নোটিশ জারি করা হয়েছে সেটিকেও চ্যালেঞ্জ জানিয়ে আদালতে আবেদন জানানো হয়েছে। তৃতীয়ত, বিদ্রোহী বিধায়কদের পরিবারের জন্য় যাতে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয় সে ব্যাপারে মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দেওয়ার জন্য় আবেদন জানানো হয়েছে।