মিউনিখে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সাফল্যের কথা উল্লেখ করেন মোদী

author-image
Harmeet
New Update
মিউনিখে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সাফল্যের কথা উল্লেখ করেন মোদী

নিজস্ব সংবাদদাতাঃ জার্মানি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি-৭ সম্মেলনে যোগ দিতে দু’দিনের সফরে জার্মানি গিয়েছেন প্রধানমন্ত্রী। রবিবার মিউনিখে তিনি উপস্থিত ছিলেন প্রবাসী ভারতীয়দের একটি মঞ্চে। মঞ্চে উপস্থিত প্রবাসী ভারতীয়দের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "দেশের প্রায় সমস্ত গ্রামে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। দেশের ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ক কোভিডের ভ্যাকসিন পেয়েছেন। ভারতের ভ্যাকসিন গোটা পৃথিবীকে দিশা দেখিয়েছে।" এদিন করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সাফল্যের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। 

                                                

এছাড়াও তিনি বলেন, "আমরা পেট্রোলে ১০% ইথানল মিশ্রণের একটি উচ্চাভিলাষী লক্ষ্য রেখেছিলাম। আমরা লক্ষ্যমাত্রার পাঁচ মাস আগে এটি অর্জন করেছি। ভারত এখন অগ্রগতির জন্য, উন্নয়নের জন্য এবং তার স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত।"