নিজস্ব সংবাদদাতাঃ জার্মানি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি-৭ সম্মেলনে যোগ দিতে দু’দিনের সফরে জার্মানি গিয়েছেন প্রধানমন্ত্রী। রবিবার মিউনিখে তিনি উপস্থিত ছিলেন প্রবাসী ভারতীয়দের একটি মঞ্চে।
জি-৭-এ যোগ দিয়ে পশ্চিমের দেশগুলোকে ভারতের তরফে মোদী বলেন, ‘‘গত শতাব্দীতে জার্মানি এবং অন্যান্য কয়েকটি দেশ শিল্প বিপ্লবের সুফল পেয়েছিল। কিন্তু ভারত তখন দাসত্ব করছিল বলে সুফল পায়নি। কিন্তু এখন ভারতকে আর দূরে সরিয়ে রাখা যাবে না। চতুর্থ শিল্প বিপ্লবে বিশ্বকে নেতৃত্ব দেবে ভারতই।’’