'ভারতীয়দের জিনে রয়েছে গণতন্ত্র’: মোদী

author-image
Harmeet
New Update
'ভারতীয়দের জিনে রয়েছে গণতন্ত্র’: মোদী

নিজস্ব সংবাদদাতাঃ মিউনিখে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে বিরোধী কংগ্রেসকে ফের কোণঠাসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার জার্মানির মিউনিখ শহরে জি-৭ বৈঠকে যোগ দিতে পৌঁছেছেন মোদী। এদিন প্রবাসী ভারতীয়দের সামনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। নিজের বক্তব্যের শুরুতেই বললেন, “ভারতীয়দের ডিএনএতে রয়েছে গণতন্ত্র। কিন্তু ৪৭ বছর আগে জরুরি অবস্থা জারি করা ছিল স্বাধীন ভারতের ইতিহাসে কলঙ্কময় দিন।” মোদী বলেন, “আজকের ভারত হল উন্নয়নের ভারত।” 

                                                           

মিউনিখের মঞ্চকে কার্যত রাজনৈতিক মঞ্চ করে তোলেন। মোদী দাবি করেন, তাঁর আমলের ভারতে উন্নয়নকেই পাখির চোখ করা হয়েছে।