২০ মে একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রীর পদে বসার প্রস্তাব দিয়েছিলেন উদ্ধব ঠাকরে, দাবি আদিত্য ঠাকরের

author-image
Harmeet
New Update
২০ মে একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রীর পদে বসার প্রস্তাব দিয়েছিলেন উদ্ধব ঠাকরে, দাবি আদিত্য ঠাকরের

নিজস্ব সংবাদদাতাঃ রাজনৈতিক অস্থিরতার মধ্যেই বড় দাবি করলেন মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে। তিনি রবিবার দাবি করেছেন যে মহা বিকাশ আঘাদির মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ২০ মে একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রীর পদে বসার প্রস্তাব দিয়েছিলেন। তবে, সেই সময়ে তা নিতে রাজি হননি। বিষয়টি এড়িয়ে গিয়ে সঠিক জবাব দেননি তিনি। ঠাকরে বলেন, "আমি কিছু অস্পষ্ট ঘটনা শুনেছিলাম। ঠিক এক মাস পরে ২০ জুন শিন্ডে এবং তাঁর দলবল দলে বিদ্রোহ করেন।" যদিও শিন্ডের চলে যাওয়াকে ভাল হয়েছে বলেই মনে করছেন আদিত্য। তাঁর মতে, এতে দল পরিষ্কার হবে। ঠাকরে যোগ করেছেন যে বিদ্রোহী বিধায়কদের দল বর্তমানে গুয়াহাটির একটি পাঁচতারা হোটেলে ক্যাম্প করছে। 

                                         

আদিত্যর এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ গুয়াহাটি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে বিদ্রোহী গোষ্ঠী এখন একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী করতে চায়। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানভে পাতিল দাবি করছেন যে আগামী দু-তিন দিনের মধ্যে মহারাষ্ট্রে নতুন সরকার গঠন করা হবে। যদিও বিদ্রোহীদের হুঁশিয়ারি দিয়ে ঠাকরে জুনিয়র জানিয়ে দিয়েছেন যে মুম্বই বিমানবন্দর (সান্তাক্রুজ) থেকে রাজ্য বিধানসভা (নরিমান পয়েন্ট) যাওয়ার পথটি ওরলি হয়ে যায়। এই ওরলি কেন্দ্র থেকে জিতেই ২০১৯ সালে প্রথমবার বিধায়ক হন আদিত্য।