দক্ষিণ আফ্রিকার নাইটক্লাব থেকে অন্তত ১৭ জনের মৃতদেহ উদ্ধার

author-image
Harmeet
New Update
দক্ষিণ আফ্রিকার নাইটক্লাব থেকে অন্তত ১৭ জনের মৃতদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় শহর পূর্ব লন্ডনের একটি নাইটক্লাব থেকে অন্তত ১৭ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে অনেকেই শিশু। জানা যাচ্ছে, নাইট ক্লাবে বিশাক্ত গ্যাস লিক করেই এতজনের মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহগুলো বের করে আনা হয়েছে। 

                                  

প্রাদেশিক পুলিশের প্রধান ব্রিগেডিয়ার থেমবিনকোসি কিনানা বলেন, "আমরা পূর্ব লন্ডনে অবস্থিত সিনারি পার্কের একটি স্থানীয় সরাইখানায় ১৭ জনের মারা যাওয়ার খবর পেয়েছি। কর্তৃপক্ষ তদন্ত করছে।"