১ কেজি ব্রাউন সুগার সমেত গ্রেফতার ৪

author-image
Harmeet
New Update
১ কেজি ব্রাউন সুগার সমেত গ্রেফতার ৪

নিজস্ব সংবাদদাতা : ২৬ জুন মাদক বিরোধী দিবস। তার আগে শনিবার ১ কেজি ব্রাউন সুগার সহ চার মাদক কারবারিকে গ্রফতার করলো ওড়িশা এসটিএফ। ওড়িশা অপরাধ শাখার বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) ওড়িশার খুরদা জেলায় ১ কোটি টাকা মূল্যের ১ কেজি ৩০ গ্রামের ব্রাউন সুগার বজেয়াপ্ত করেছে এবং এই অবৈধ ব্যবসায় জড়িত চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছ।



 গোপন তথ্যের ভিত্তিতে, এসটিএফ-এর একটি দল শনিবার খুরদায় অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদকদ্রব্যের সাথে অন্যান্য অপরাধমূলক সামগ্রীও বাজেয়াপ্ত করেছে। আটক চার মাদক ব্যবসায়ীর নাম রাকেশ কুমার বারিক, বিরঞ্চিনারায়ণ সাহু, জগবন্ধু বিশ্বাস ও সন্তোষ রাউত্রে। পুলিশ জানিয়েছে, চারজনই খোর্ধা জেলার বাসিন্দা। এসটিএফ নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইন, ১৯৮৫-এর প্রাসঙ্গিক ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে এবং অভিযুক্তকে স্থানীয় আদালতে প্রেরণ করেছে।