মালদিনি ৫৪

author-image
Harmeet
New Update
মালদিনি ৫৪

নিজস্ব সংবাদদাতা: ৫৪ বছরে পা দিলেন পাওলো মালদিনি। তাঁর জন্ম লগ্নে বিশেষ পোস্ট করা হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অফিসিয়াল পেজ থেকে। মালদিনির একটি রেকর্ড এখনও অটুট। তিনিই একমাত্র ফুটবলার, যিনি ইউরোপা কাপ ফাইনালে আটবার অংশ নিয়েছিলেন। মিলানের হয়ে জিতেছেন ২৬ টি খেতাব।