নির্বাচনের ফল ঘোষণা হতেই সংঘর্ষে জড়ালো বিজেপি ও কংগ্রেস

author-image
Harmeet
New Update
নির্বাচনের ফল ঘোষণা হতেই সংঘর্ষে জড়ালো বিজেপি ও কংগ্রেস

নিজস্ব সংবাদদাতা : ত্রিপুরায় উপনির্বাচনে তিনটি আসনে জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে, কংগ্রেসের দখলে একটি আসন। আগরতলা থেকে জয়ী হয়েছেন বিজেপি ত্যাগী সুদীপ রায় বর্মণ। ফল ঘোষণার কয়েকঘণ্টার মধ্যেই হাতাহাতিতে জড়ালো দুই দলের কর্মীরা। কাঠগড়ায় বিজেপি। আগরতলায় কংগ্রেস ভবনের সামনে ঘটেছে ঘটনাটি। জানা যাচ্ছে, দু দলেরই সেলিব্রেশন চলছিল। আচমকাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হাতাহাতিতে জড়ায় দু পক্ষ। এই ঘটনায় বেশ কয়েকজন কংগ্রেস কর্মীর জখম হওয়ার খবর পাওয়া যাচ্ছে।ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি বিরজিত সিনহাও জখম হয়েছেন বলে খবর।











কংগ্রেসের দাবি, বিজপি সমর্থিত দুষ্কৃতীরা কংগ্রেস ভবনে হামলা চালায়। সশস্ত্র হামলার জেরেই জখম হয়েছেন দলের কর্মীরা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি বিরজিত সিনহাও জখম হয়েছেন। কংগ্রেস ভবন চত্বর ক্রমে রণক্ষেত্রে পরিণত হলে পরিস্থিতির সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। এ নিয়ে আইন ও সংসদীয় বিষয়ক মন্ত্রী রতন লাল নাথের সমন্বয়ে গঠিত বিজেপি নেতাদের একটি প্রতিনিধি দল পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপারের সাথে দেখা করে তার হস্তক্ষেপ এবং হিংসাত্মক সংঘর্ষে উসকানি দেওয়া লোকেদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।