তিনটি আসনে জয় বিজেপির, কংগ্রেসের স্কোর ১

author-image
Harmeet
New Update
তিনটি আসনে জয় বিজেপির, কংগ্রেসের স্কোর ১

নিজস্ব সংবাদদাতা : ত্রিপুরায় তিনটি আসনে ফুটলো পদ্ম। কংগ্রেসের দখলে একটি আসন। বারদোয়ালির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ৬১০৪ ভোটে জয়ী হয়েছেন তিনি। আগরতলায় ৩১৬৭৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি ত্যাগী কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ। এছাড়াও সুরমায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী স্বপ্না দাস। ৪৫৮৩ ভোটের ব্যবধানে জিতেছেন তিনি। তার প্রাপ্ত ভোট ১৬,৬৭৭ (৪২.৩৪ শতাংশ)।



 অন্যদিকে, সিপিএম যুবরাজনগরে বিজেপির কাছে পরাজিত হয়েছে। বিজপি প্রার্থী মলিনা দেবনাথের প্রাপ্ত ভোট ১৮,৭৬৯ (৫১.৮৩ শতাংশ)। আর বাম প্রার্থী শৈলেন্দ্র নাথের প্রাপ্ত ভোট ১৪,১৯৭ (৩৯.২ শতাংশ)।